স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের সাউধের শ্রী গ্রামে ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়ে ভেঙ্গে গেলো কৃষকের স্বপ্ন। ২২ এপ্রিল সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় হবিবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার নিহার রঞ্জন দাস, জগদীশ দাস, সেন্টু রঞ্জন দাস, হরকুমার চৌধুরী, রান্টু চন্দ্র দাস, সরকুমার চৌধুরী, রুবেল সরকার, রাজ কুমার চৌধুরী, অরুণ চন্দ্র দাস, পরেশ দাস, গণেশ দাস, প্রবীর দাস, মলিন দাস, রঞ্জিত দাস, মকুল দাস, শংকর দাস, অলক দাস, রাম পদ দাস, সুশান্ত চৌধুরী সহ সাউধের শ্রী এলাকার অনেক কৃষক সাংবাদিকদের জানান- বড় বন, বারের বন, জরাইন্না বন, মঠের কান্দা বন, মাইজের কান্দা বন সহ এখানে প্রায় শতাধিক ক্ষেরের উপরে জমি আছে, এই হাওর গুলোর বিভিন্ন স্থানে জমির ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়েছে, এতে করে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সাথে কথা হলে তিনি বলেন বোরো ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ার সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে, কৃষকদের বিভিন্ন কিট নাশক ও ঔষধ ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.