আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের আইএফএস আইসিটি প্রকল্পের আয়োজনে এবং কারিতাস লুক্সেমবার্গ এর অর্থায়নে ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২১ এপ্রিল) এবং সোমবার (২২ এপ্রিল) জলছত্র কারিতাস আইসিডিপি অফিস হল রুমে দুই দিন ব্যাপী এ টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জলছত্র কারিতাস আইসিডিপি অফিস হল রুমে ২দিন ব্যাপী training on Argo-Aqua-Livestock Management এর উপর এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ এনামুল হক, মধুপুর উপজেলা সোসাইটি ফর সোসাল সার্ভিসের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো: মহিউদ্দিন। উক্ত প্রশিক্ষণে আরোও উপস্থিত ছিলেন কারিতাস আইএফএস আইসিটি প্রকল্পের রিজিওনাল ফোকাল পার্সন উজ্জ্বল চক্রবর্তী, মাঠকর্মকর্তা শাশ্বত রিছিল, আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম সহ আইএফএস আইসিটি প্রকল্পের কর্মীগন। উক্ত প্রশিক্ষণে প্রকল্পের সামাজিক দল সমূহের মোট ১৬ জন দল নেত্রী ও কৃষক, কৃষাণী অংশগ্রহণ করেন।