বেলাব (নরসিংদী)প্রতিনিধি ঃ”-নাড়ির টানে শিকড়ের সন্ধানে চলো মাদ্রাসা প্রাঙ্গনে “এই স্লোগান কে সামনে রেখে
নরসিংদী জেলা বেলাব উপজেলার সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর বেলাব ফাজিল( ডিগ্রী) মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদ এর আয়োজনে ঈদ পুর্ণমিলনী ২০২৪ইং অনুষ্ঠিত হয়।
২০ শে এপ্রিল সকাল ১০টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু করেন, নরসিংদী জেলা শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন নাদিম চেয়ারম্যান এর জাল্লারা য় অবস্থিত পার্কে মুল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের জেষ্ঠ্য ছাত্র আঃ জব্বার
অনুষ্ঠানের আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আঃ হাকিম সদস্য সচিব এর দায়িত্বে ছিলেন মোঃ আনোয়ার হুসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা এ এইচ এম সানাউল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আঃ রহমান,মাওলানা এখলাস এবং রফিকুলইসলাম পন্নি এবং বিভিন্ন ব্যাচের বিভিন্ন পেশার প্রাক্তন ছাত্র গন অংশ গ্রহন করেন।
মুল অনুষ্ঠানে প্রথম পর্বে পবিত্র কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানে সূচনা
হয় এবং পরিচয় পর্ব কিরাত প্রতিযোগিতা ও হামদ্ নাত, কবিতা আবৃত্তি, , ২য় পর্বে নামাজের বিরতি ও প্রীতিভোজ ৩য় পর্বে অন্ধের পাতিল ভাংগা, কুপন লটারী,সৃতিচারন ও সর্ব শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।