নিজস্ব প্রতিবেদক :
রাজধনীর উত্তরায় কলেজছাত্রী রুপার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারী আরিফুল ইসলাম মিঠু (২৮) কে তার উত্তরার নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে উত্তরা থানা পুলিশ।
জানা যায়, আরিফুল একিই মহল্লার কলেজ ছাত্রী মডেল রুপাকে বিবাহের প্রস্তাব দেয় এতে রুপা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে আরিফুল ক্ষুব্ধ হয়ে রুপা ও তার পরিবারকে ব্ল্যাকমেইল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। সে মডেল রুপার (১৯) অনলাইনে নানা রকম অপপ্রচার চালায়। ‘মতিঝিল টুডে’ নামক এক ফেইজবুক পেইজ খুলে রুপার ব্যক্তিগত ফেইজবুক ও ইনস্টাগ্রাম থেকে ফটো নিয়ে ইডিট করে তা ফেইজবুক পেইজে ছাড়া শুরু করে এবং বিভিন্ন সময় রুপাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করে। যাতে করে রুপার পরিবার সামাজিক ভাবে অপদস্ত হয় এবং আরিফুলের দেয়া বিবাহের প্রস্তাবে যেন রাজি হয় এটাই ছিল তার মূল উদ্দেশ্য।
এমতবস্থায়, রুপার বাবা বাদী হয়ে রাজধানীর উত্তরা থানায় একটি মামলা দায়ের করেন। পড়ে এই মামলার সূত্র ধরে উত্তরা থানা পুলিশ আরিফুল ইসলাম মিঠু কে গ্রেফতার করে।