ড. গোলসান আরা বেগম
বৈশাখ, হাল খাতার বৈশাখ, পহেলা বৈশাখ
হাত নেড়ে বিদায় জানিয়ে জীর্ণ শীর্ণ বৈশাখ
লাল রুমালে বেঁধে আনে বোর ধানের ঘ্রাণ
ধূলা উড়িয়ে দোলে উঠে সবুজ কচি কুঞ্জবন।
বাজে তানপুরার সুর মূর্চনায় এসো হে বৈশাখ
আলপনা আঁকে যুবতী আকাশের নীল কেড়ে
দীপ্ত শপথ নেয় নতুন প্রজন্ম আলোর প্রভায়
সূর্যোদয়ে লালিমার টিপ পড়ায় স্মৃতির পাতায়।
আবাল বৃদ্ধ বণিতা স্বপ্ন লেখে শতাব্দির কবিতায়
বুড়ু রবীন্দ্রনাথের গান এসো হে বৈশাখ ঠোঁটে তুলে
রমনার বটমূলে বাঁশী হাতে দাঁড়ায় কাজী নজরুল
সুরে সুরে ছড়ায় পান্তা ইলিশে আগমনী বার্তা।
আয় তোরা খাবে না কি বিন্নি ধানের খৈ
পায়ে আলতা,ঠোঁটে লাল, কানে মতি দোল
উল্লাসে ঘুরে বেড়াবো সকাল সন্ধাব্যধি
স্বপ্ন বুণে ১৪৩১ সালের নখের গোড়ায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.