আছমা আক্তার লাভলী
স্বদেশ তোমার জন্মভূমি
শেখ মুজিবুর রহমান।
তোমার ডাকে সাড়া দিলো
বীর বাঙালী নওজোয়ান।
স্লোগানে স্লোগানে মুখরিত
হতো যখন মাঠ—ঘাট।
দলে দলে ছুটে আসতো
শুনতে তোমার ঐক্যতান।
টুঙ্গী পাড়ায় জন্ম তোমার
টুঙ্গী পাড়ায় বাস।
বাঙালী জাতির জন্য তোমার
জীবন হলো নাশ।
প্রতিজ্ঞা করে ছিলে তুমি
বাঁচাবে দেশের মান।
এটাই তুমি প্রমান করলে
জীবন করে দান।
বাঙালী আর পাবে নাকো
তোমার মতো সজীব নেতা।
বাঙালীর মন কাঁদে আজও
ভেবে তোমার কথা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.