শিবলী সাদিক খানঃ
ময়মনসিংহে ছিনতাই হওয়ার তিন ঘন্টার মধ্যে ছিনতাইকারিকে আটক করেছে কতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া নগদ টাকা , মোবাইল ও স্বার্নালঙ্কার।
ঈদের ছুটি শেষে ময়মনসিংহ থেকে পরিবার সাথে নিয়ে কর্মস্থল রাজশাহী ফিরছিলেন মাসুদ নামে এক ব্যাক্তি। গতরাত ১০ টার দিকে ময়মনসিংহে পাটগুদাম বাস স্টেন্ডে বাসে উঠার সময় পরেন ছিনতাইকারির কবলে। এসময় ছিনতাইকারি মালামাল নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার হওয়া ব্যাক্তি কোতোয়ালী মডেল থানায় বিষয়টি জানালে মাঠে নামে পুলিশ। অভিযান চালানো হয় শহরের বিভিন্ন স্থানে। পরে রাত ১ টার দিকে পাটগুদাম বাসস্টেন্ডের পাশে বিহারি কলোনি থেকে আটক করা হয় আকাশ নামে এক ছিনতাইকারিকে।
পরে তার স্বিকারোক্তিতে ছিনতাই হওয়া নগদ ১০ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান ছিনতাই প্রতিরোধে পুলিশ তৎপর। ঈদ উপলক্ষে সেই তৎপরতা আরো জোরদার করা হয়েছে। ছিনতাই যেনো না হয় সে ব্যাপারে জিরো টলারেন্সে আছে পুলিশ। আর যদি ঘটনা ঘটে তাহলে দ্রুত আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আটক হওয়া ছিনতাইতারির নামে একাধিক মামলা রয়েছে। সোমবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.