কলকাতা প্রতিনিধি-আসাদ আলী-:
সৌমেন চক্রবর্তী এক অসাধারণ মানুষ, তিনি ‘আমি’, ‘আমাকে’, ‘আমার’, এভাবে দেখতে অভ্যস্ত নন মোটেও, তিনি সবকিছু দেখেন ‘আমাদের’ করে অর্থাৎ তাঁর দৃষ্টিভঙ্গির সার্বিকতা মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। শুধু তাই নয়, মানুষের হারিয়ে যাওয়া অনুভব, সাহিত্য- সংস্কৃতি,ইতিহাস-ঐতিহ্য নিয়ে ভাবেন। এখানেও মানুষটি ‘ভ্রমণপিপাসু প্রকাশনী’ র কর্ণধার । তাঁর প্রকাশনী উত্তর ২৪ পরগনা জেলার কৃষ্ণপুর মহিষবাথান সেক্টর ফাইভ এর সন্নিকটে । এখন তো হাতের লেখা হারিয়ে যাচ্ছে, টাইপের যুগ, সেজন্য তাঁরই ভাবনা প্রসূত বেশ কিছু কবির কবিতার মূল পান্ডুলিপি একসঙ্গে করে এবং আমাদের গর্ব আমাদের অহংকার বেশ কিছু বিশিষ্ট কবি। যেমন কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সলিল চৌধুরী, আশিষ সান্যাল, শঙ্খ ঘোষ, অর্ধেন্দু চক্রবর্তী, দিব্যেন্দু পালিত, সৌমিত্র চট্টোপাধ্যায়, অলক রঞ্জন দাশগুপ্ত, তপন বন্দ্যোপাধ্যায়, শ্যামল সেন, পার্থ রাহা, ষষ্টিপদ চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু, শ্যামল কান্তি দাস, ভবানীপ্রসাদ মজুমদার প্রমুখ । ও উক্ত কবিদের সঙ্গে একই গ্রন্থে বহু নবীন কবির কবিতাকে স্থান দিয়েছেন। এবং আমাদের গর্বের অহংকারের বহু বিশিষ্ট কবির অপ্রকাশিত কবিতা তাছাড়াও, এই সমস্ত বিশিষ্ট কবিদের স্বাক্ষর গ্রন্থের ব্যাক কভারে ছাপা হয়েছে। সত্যি বলতে এই গ্রন্থটি ভবিষ্যতে হয়তো একটি মাইলস্টোন হিসাবে জায়গা করে নেবে । গত ১ লা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ ও ইংরেজি ১৪/৪/২০২৪ তারিখ কলকাতার সল্টলেক উইপ্রো সন্নিকটে হিজলার হোটেলে জনা পঞ্চাশেক কবি- সাহিত্যিক- সাংবাদিক প্রমুখ গুণী ব্যক্তিদের উপস্থিতি ও কবিতা পাঠ গান ও আলোচনার মধ্যে কবিতার পান্ডুলিপি সংকলন গ্রন্থটি প্রকাশ হয়। প্রকাশ করেন প্রকাশক সৌমেন চক্রবর্তী ও সম্পাদক কালিদাস ভদ্র ।
গান করেন কবি ও সাংবাদিক আসাদ আলী, কাকলী পাল, শ্যামল কুমার মজুমদার প্রমূখ। স্বপন চক্রবর্তী নজরুলের কবিতা আবৃত্তি করেন। ‘প্রেম’ নামক কবিতার কোলাজ করেন একসাথে ডালিয়া বিশ্বাস মন্ডল,কৃষ্ণা দাস ও সুলেখা বিশ্বাস। তিন জন শিশু শিল্পী কবিতা আবৃত্তি করেন।
কবিতা পাঠ করেন জয়দীপ রায় চৌধুরী, শ্রী সুজন, স্নেহা সরকার, শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী, কাকলি ভট্টাচার্য, তৃপ্তি ভট্টাচার্য, চৈতালি সিংহ রায়, ধ্রুব দে, মেখলা ঘোষ দস্তিদার, ডরোথি ভট্টাচার্য,মাধুরী সাহানা, জয়ন্ত পাল চৌধুরী, গিরিজা প্রসাদ দাস প্রমুখ।
সঞ্চালনা করেন সৌমেন চক্রবর্তী