ড.গোলসান আরা বেগম
আকাশের দিকে তাকাও মন ভালো হয়ে যাবে
বাতাসের সাথে খেলো লুকোচুরি খেলা
তা কি করবে? করবে না।
শুধু অনিশ্চিত অন্ধকারে চোখ রাখ কেন?
উদাস প্রান্তরে বসে কবি কবি ভাব করো
সৃষ্টির সৌন্দর্যের মজা লুটে নাও
উড়াল পাখীর ঠোটে
বেঁধে দাও প্রেমের চিঠি
তোলপাড় করে সমতলে নামবে মনের ঢেউ।
মন জুড়ে মনের ছায়া হাঁটে
দৌঁড়ায় ইচ্ছের ঘুড়ি
মুছে দেয় সকালের কাঁচা রোদ রাতের আধাঁর
মেঘ ভাঙ্গা রোদে স্বপ্নের ঝাঁপি খুলে
দীর্ঘ সিঁড়ি ভেঙ্গে নেমে যায় সাগরে।
মন ভালো নেই ত’ কি হয়েছে
তন্ন তন্ন করে খোঁজে সুখের দরজা
কি ব্যাকুল আকুঁতি
মুখোমুখি হয় ছ্যাড়া কাঁথার দুঃখের ঘরে
লাজুক সুখ বলে–
যা আছে, থাক না ক্ষতি কি
হাই তুলে ঘুমায় দুঃখের কাঁধে।