আবু হানিফ পাকুন্দিয়া :-কিশোরগঞ্জের পাকুন্দিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা দিকে পাকুন্দিয়ার বরাটিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, নাঈম মিয়া (২৮) ও মো. শরীফ মিয়া (২২)। নাঈম মিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে ও মো. শরীফ মিয়া পাকুন্দিয়া পৌরসদর এলাকার পাইক লক্ষিয়া গ্রামের আবু কালামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া ঘটনাস্থলে নিহত হন। মো. শরীফ মিয়া নামের আরেককে জনকে জহুরুল ইসলাম মেডিকেল নেওয়ার পথে মারা যায়। এসময় আরও দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন, পাকুন্দিয়া পৌরসদরে পাইক লক্ষিয়া এলাকার আবুল কালামের মেয়ে লিজা (২৩) ও উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে ফাহিম (২২)
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া নামের এক যুবক মারা গেছে। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পাকুন্দিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে মো. শরীফ মিয়া মারা যায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.