নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা, ৫ নং গাংগাইল ইউনিয়নের শাইলধরা বাজার থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ৯২ বস্তা চাল জব্দ করা হয়েছে। রোববার বিকালে নান্দাইল উপজেলার ১৫ টাকা কেজি দরের ৯২ বস্তা চাউল কালোবাজারে বিক্রি করায় গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল শাইলধরা বাজারে উপস্থিত হয়ে ৯২ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাউল জব্দ করেন। জানাগেছে, জব্দকৃত ৫৬বস্তা চাল খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার আব্দুল হাকিমের বিক্রয় কেন্দ্রে থেকে এবং ৩৬বস্তা চাল পাশের একটি দোকানঘর থেকে উদ্ধার করে জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ডিলার আব্দুল হাকিম প্রায় ১০ বছর যাবত নিজেই কার্ডধারীর কাছ থেকে নাম মাত্র স্বল্পমূল্যে চাল ক্রয় করে কালোবাজারে বিক্রি করে আসছে। চাল বিতরণকালে উপস্থিত ট্যাগ অফিসার স্থানীয় শাইলধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বকুল মিয়ার সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ এঅপকর্ম চলছে বলে শাইলধরা বাজারে ব্যবসায়ীরা জানান। এছাড়া রিয়াজ উদ্দিনের পুত্র ফারুক মিয়া এই বাজারের একজন কাচাঁমালের ব্যবসায়ী। ডিলার আব্দুল হাকিম নিজের টাকা দিয়ে ফারুক মিয়াকে ব্যবসারী বানিয়ে দীর্ঘদিন ধরে কালোবাজারে সরকারী চাল বিক্রয় করে আসছেন। স্থানীয় বেপারী আব্দুর হাকিম চাল বেপারীর নাম করে কিন্তু তাঁর ভয়ে এলাকার কেউ মুখ কিছু বলতে সাহস পায় না। রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ চাল জব্দ করেন। এ বিষয়ে ইউপি সদস্য জহিরুল ইসলাম কনক জানান, আব্দুল হাকিম খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ পাওয়ার পর থেকে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমার ধারণা সে অবৈধভাবে প্রকৃত কার্ডধারীদের চাউল তাদের না দিয়ে কালোবাজারে বিক্রয় করার দায়ে ডিলার বাতিল সহ কঠিন শান্তি হওয়া প্রয়োজন। যাতে করে ভবিষ্যতে আর কেউ সরকারী চাল কালোবাজারে বিক্রয় করতে সাহস না পায়। এবিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, বিষয়টি খুবই দু:খজনক। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল জব্দ করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.