নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলার উওর শেওরা কর্শাকড়িয়াল এলাকায় আ: মালেক গংদের হামলায় আহত হয়েছে ৩ জন।
থানায় দায়ের কৃত অভিযোগে জানাযায়, কিশোরগঞ্জ সদর উপজেলার শেওরা কর্শাকড়িয়াল এলাকার সুলায়মানের সাথে একই এলাকার আ: হামিদের ছেলে আ: মালেকের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল এরই জের ধরে আ: মালেক ও আলাউদ্দিন, নিজাম উদ্দিন, কফিলউদিন,হাজেরা,আছিয়া,জোফা গত ০১-০৪-২০২৪ দুপুরে মালেক ও আলাউদ্দিন, নিজামউদ্দিন,কফিলউদিন,হাজেরা,আছিয়া,জোফা দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালিয়ে ফুল মিয়া, ইয়াসিন ও সোলায়মানকে মারাত্মক ভাবে আহত করে।
এলাকাবাসী হামলায় আহত ফুল মিয়া, ইয়াসিন ও সোলায়মানকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে চিকিৎসকরা।
এ ঘটনায় ৭ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে যাহার নং-১০ তারিখ -০৫/০৪/২০২৪ ধারা ১৪৩,৪৪৭,৪৪৮,৩২৩,৩২৬,৩০৭,৩৫৪,৪২৭,৫০৬,১১৪ ূ: বি:
এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ আসামি ধরার চেষ্টা করছে বলে জানান থানায় পুলিশের দায়িত্বরত অফিসার।