(উৎসর্গ ঃ পরপারে চলে যাওয়া “তনয় কুমার ভৌমিক ” কে )
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
মৃত্যু একটি বিভীষিকাময় জমদূতের নাম
মৃত্যু চির সত্য,
কঠিন ক্লান্তি মাখা
মৃত্যুকে রুখে দাঁড়ানো
অগ্রাহ্য করা সাধ্য কার?
মৃত্যু বায়ু নির্ভর একটি সুত্র
পাশে শুয়ে বার বার ফুঁ দেয়
নেভাতে চায় জীবন প্রদীপ
নির্ভয়ে পালায় কেড়ে নিয়ে প্রাণ।
মৃত্যুর স্বাধ নিতে হবে জেনেও
মানুষ প্রদীপ জ্বালয়
যত পায় আরো চায় ফুল শয্যা
জোড়া তালি দেয় সুঁই সূতা।
মৃত্যু অট্টহাসি মুখে
দেয় মৃদু ঝাকুনি
সব ফুল ফল শিলা লিপি মুছে
উ আ করে মৃত্যুকেই করে সাথী
ছোট বড় সকল রতি মহারতি।
মৃত্য বড় র্নিদয় নিষ্টুর
শেষ পৃষ্টা খুলে লিখে বিদায়
দুধ ভাত পাশে ঠেলে,মায়ার বাঁধন ছিঁড়ে
চির সত্য অতি বাস্তব মৃত্যুর ডাকে।