সাবরীন সুলতানা লাভলী
ভালোবাসার শুভ পরিণয়ে নারী
পায় সুপ্ত ভ্রুনের নিমন্ত্রণ,
শত স্বপ্ন চোখে নিয়ে,
কত কষ্ট নিরবে সয়ে।
১০মাস১০দিন পরে শোনতে পায়,
নবজাতকের কান্নার নিমন্ত্রণ।
হাজারো যন্ত্রণা ভুলে নারাী পায়,
আতুর ঘরে থাকার আমন্ত্রণ।
একটু সুখ একটু কষ্টে কেটে যায় ৪০দিন,
পরিপাটি হও তুমি শোধ করতে হবে,
এবার তোমার স্বামীর ঋণ।
ওয়া ওয়া কান্নার রোলে সংসার তোলপাড়,
শত আশা পূর্ণ করতে দিতে হবে তোমাকে ছাড়।
মাস পেরিয়ে বছর পেরিয়ে অবশেষে যুগ পেরিয়ে,
ছোট্ট বেবিটা আজ শৈশব, কৈশোর সব ছাড়িয়ে,
তারও আজ এসেছে আবার,
নতুন কোনো সংসার পাতানোর আমন্ত্রণ…
এবারও যেতে হবে সবাইকে করতে নিমন্ত্রণ।
.
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.