অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
ঠোঁটে গড়াগড়ি খায় প্রতিবাদী শব্দ
কাকে শোনাবে — স্বপ্নের কান্না
টলমল চোখের চাহনী দেখে
তুমিই বুঝতে পারো — তুমি মা না।
মুক্তির বাণী জাগ্রত বিবেক বোধ
কুড়ালের আঘাতে করে ছিন্ন ভিন্ন
নর পাষন্ডের দল খুবলে খায়
তখনও তুমি মা অন্যন্য।
প্রতিবাদী স্লোগান শুয়ে ঘুমায়
ঠোঁটে হামাগুড়ি দেয় ঘেন্নায়
ধর্ষিতা মা বোন — হায়েনার মুখে
বিষ ঢালে, জন্নান্ধ কান্নায়।