মোঃ শামছুল হক, স্টাফ রিপোটারঃ কিশোরগঞ্জের হোসেনপুরে দিনে- দুপুরে নজরুল ইসলাম খায়রুল নামে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। তিনি বাংলানিউজ২৪ডট কম ও দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকায় কর্মরত রয়েছেন।
এসময় তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সৌর বিদ্যুতের ১২ ভোল্টের ব্যাটারিসহ মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার দুপুরে জেলার হোসেনপুর উপজেলার গৃদান গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল জানান, দুপুর ২টার পর ঘর তালাবদ্ধ করে বাড়ির ভেতরে যান তিনি।আধা ঘণ্টা পর ঘরে ফিরে দেখেন দরজায় তালা নেই। দরজা খোলা। ঘরে ঢুকে দেখতে পান অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সৌর বিদ্যুতের ১২ ভোল্টের ব্যাটারিসহ কিছু মালামাল চুরি হয়ে গেছে। পরে চুরির বিষয়টি হোসেনপুর থানার ওসিকে জানানো হয়।
চুরির ঘটনা প্রকাশ হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.