মোহাম্মদ মাসুদ
সিএমপি পাহাড়তলী থানার অভিযানে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়েছে।
২৮ মার্চ, (বৃহস্পতিবার) সকালে সিএমপি কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে নগরীর পাহাড়তলী থানা ও হালিশহর থানা এলাকায় অভিযানে
আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আসামিরা হলো, মো. রাকিবুল হাসান রাকিব, মো. শাহবুদ্দিন প্র. সাইমন, ওমর বিন কিবরিয়া প্র. রাজ, মো. সাদমান ফয়েজ প্র. সংলাপ ও মো. ইসমাইল হোসেন প্র. বাঁধনক।
বাদি গত ২৪/০৩/২৪ইং সন্ধ্যা ৭টা.৫০মি. পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে কিছু বুঝে উঠার আগেই অজ্ঞাতনামা ০৩ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদিকে জোরপূর্বক অজ্ঞাত একটি সিএনজিতে তুলে অপহরণ করত অজ্ঞাতস্থানে নিয়ে যায় এবং একটি পরিত্যক্ত মুরগির ফার্ম এর ভিতরে আটক করে রেখে অজ্ঞাতনামা ৮/১০ জন বাদিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শনে মোবাইল,টাকা হাতিয়ে নেয়।
বাদীর বিকাশ ও নগদ অ্যাপসের পাসওয়ার্ড নিয়ে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মেরে ও ছোরা দিয়ে মৃত্যু ও গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক মোবাইলে বিকাশ ও নগদ অ্যাপস থেকে মোট-২৯,৫০০০ টাকা, ০১টি ২ আনা ওজনের আংটি, ০১টি রুপার আংটি, ০১টি রোলেক্স ঘড়ি, ০১টি পাওয়ার ব্যাংক ও হেডফোন নিয়ে নেয়। এ সংক্রান্ত বাদির অভিযোগের ভিত্তিতে সিএমপি পাহাড়তলী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলার প্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে,অফিসার ইনচার্জের নেতৃত্বে, এসআই (নিঃ) মো. মনির হোসেন, এসআই হারেজ কুসুম, এসআই মানিক ঘোষ, এসআই সুফল কুমার, এএসআই শাকিল সেন এর সক্রিয় অভিযানে মামলা জড়িতদের আটক করেন।আটককৃতদের হেফাজত থেকে ০১ টি মোবাইল, ০১টি স্বর্ণের আংটি, নগদ-১০,০৫০/-টাকা উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.