নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অনলাইন গণমাধ্যম সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্র্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় প্রথমবারের মতো একটি সাংবাদিক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে তুহিন আহমেদ (নতুন সময়) ও সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন হানিফ (কালবেলা) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুই ঘন্টা ভোটগ্রহণ চলে। জাতীয় অনলাইন প্রেসক্লাব ঢাকার অন্তর্ভূক্ত এই শাখা সংগঠনের ৩৯জন ভোটারের মধ্যে ৩৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ১টি ভোট বাতিল হয়েছে।
সভাপতি পদে তুহিন আহমেদ ২২ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বি রাসেল মাহমুদ পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন ৩৩ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বি আব্দুল আহাদ পেয়েছেন ২ ভোট। সহ সভাপতি পদে আব্দুল মান্নান বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.