ভ্রাম্যমান প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে হৃদয় মিয়া নামে এক যুবকের অটোগাড়ী ছিনতাই হওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অনুসন্ধান চালায় নান্দাইল মডেল থানা পুলিশ। নিরলস অনুসন্ধানের পর মঙ্গলবার ২৬শে মার্চ সন্ধ্যায় গাজীপুর সদর এলাকা, শ্রীপুর থানাধীন নয়নপুর ও গাজীপুর মাওনা এলাকা থেকে আন্ত: জেলা অটো চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের তথ্য মতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ডেকিয়া এলাকার একটি গ্যারেজ হতে ৭টি অটোগাড়ী এবং একটি জাপানী টয়েটা প্রোবক্স গাড়ী উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- পঞ্চগড় জেলার সর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র জাহাঙ্গীর হোসেন ওরফে আলমগীর হোসেন রাজু (২৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সাতোদি গ্রামের শামছুল হকের পুত্র মনজু মিয়া (৩৮) ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের হৃদয় মিয়া (২৫), ধোবাউড়া উপজেলার কলসিন্ধু গ্রামের মাসুদ রানার স্ত্রী রেখা (২২), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বীরকাঠিহাড়ী গ্রামের সাহেদ আলীর পুত্র আ: সালাম (৩৮) এবং শরীয়তপুর জেলার নয়রা উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের মৃত আলী হোসেন সিকদারের পুত্র অনিক মিয়া (২৪) ও ভেদরগঞ্জ উপজেলার মহিষা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র শামীম হোসেন (৪০)। জানাগেছে, দীর্ঘদিন যাবত এ চক্রটি সাধারণ মানুষের অটোগাড়ী সহ বিভিন্ন ধরনের গাড়ী চুরি-ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি/ছিনতাইয়ের মামলা রয়েছে। এ বিষয়ে বুধবার (২৭ মার্চ) নান্দাইল মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল অফিসার সুমন মিয়া বলেন, গত কিছুদিন পূর্বে নান্দাইল উপজেলা পরিষদের সামনে মহাসড়ক থেকে নান্দাইল উপজেলার আচাঁরগাও গ্রামের হেলাল মিয়ার পুত্র হৃদয় মিয়া (১৮) নামে যুবকের একটি অটোগাড়ী কৌশলে হাতিয়ে নিয়ে যায় চোর চক্রটি। অটোগাড়ীর মালিক হৃদয় মিয়ার তথ্যের ভিত্তিতে জানাযায়, উক্ত ছিনতাইকারীরা একটি কালো রংয়ের মাইক্রোবাস ব্যবহার করেছিল। পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহপূর্বক ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশনা মোতাবেক নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদের নেতৃত্বে এসআই সুজন মিয়ার একটি অনুসন্ধানী টিম আন্ত:জেলা চোর চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ বিষয়ৈ থানায় একটি নিয়মিত মামলা সহ গ্রেফতারকৃতদেরকে যত থর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.