নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৬ মার্চ- ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন আজ, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের উদ্যোগে ২৬ শে মার্চের মহান স্বাধীনতা দিবসে বীর সেনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে সকাল ৮ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান লিপন, সদস্য আসাউজ্জামান জুয়েল, আব্বাস উদ্দিন, মোঃ আবু বাছেদ চৌধুরী দৈনিক সরেজমিন বার্তা জেলা প্রতিনিধি। এছাড়াও আমন্ত্রিত অতিথি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.