মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার
:
কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে কটিয়াদী মডেল থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান স্বাধীনতার ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭:০০ টায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোস্তাকুর রহমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখা ডেপুটি কমান্ডার মোঃ ইসরাঈল, কটিয়াদী সরকারী কলেজ, কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ, কটিয়াদী পৌর আওয়ামীলীগ, উপজেলা প্রাথমকি শিক্ষক সমিতি, কটিয়াদী উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতাকর্মী, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া করা হয়।
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সকাল ৮:০০ টায় কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন পুলিশ, আনসার-ভিডিপি, কলেজ ও স্কুল শাখার স্কাউটস এবং গার্লস গাইড। অভিবাদও গ্রহণ করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোস্তাকুর রহমান ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ। পরে
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
একই স্থানে সকাল ১১:০০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.