1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

নান্দাইলের সাংবাদিক আ: রাজ্জাক ভুইয়ার আর নেই

  • প্রকাশ কাল রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২৮ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা:

:: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের গাঘইর গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা, নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক ভূইয়া রোববার (২৪ মার্চ) বিকাল ৩:১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সোমবার দুপুর ১১ ঘটিকায় মরহুমের জানাযা’র নামাজ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তাঁর এই মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সাংবাদিক আ: রাজ্জাক ভূইয়া সিংরইল উচ্চ বিদ্যালয় ও মেরেঙ্গা আব্দুল জব্বার ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং চকমতি ডিএস ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন। এছাড়া তিনি রাজনীতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবর শোনে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু সহ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক মাহবুব আলম খান, ডা. মঞ্জুরুল মঞ্জুরুল হক, আতাউর রহমান বাচ্চু, ডা: শাহজাহান ফকির মরহুমের বাড়িতে পৌছে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সিংরইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সমাজ সেবক মোবারক হোসেন উজ্জল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংবাদিক আ: রাজ্জাক ভূইয়ার তিন পুত্র প্রবাসে থাকায় পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের নিকট মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST