আনোয়ারুল কবীর বাবলু।
নারী তুমি জগত মাতা
তোমার জঠরে পেঁচিয়ে পৃথিবীর আলো দেখে জগতের সব শিশু।
তোমার আদর যত্ন, স্নেহ ভালোবাসায় লালিত হয সকল সন্তান।
তোমার বুকের দুগ্ধ হয় পৃথিবীর প্রথম খাবার।
তাইতো তুমি জগত মাতা।
নারী তুমি রক্তের সম্পর্ক
মায়ের পেটের বোন, বিপদের সাথী
স্নেহ ভালোবাসার ধন, ছিড়ে যায়না কখনো এই রক্তের বাঁধন।
নারী তুমি অর্ধাঙ্গীনি
জীবন যৌবন সকল সময়ের সাথী
প্রেম প্রনয়ের ঐশ্বরিক সম্পর্ক
বাসর সজ্জা থেকে স্বর্গ পর্যন্ত জীবন সঙ্গীনি।
নারী আছে শ্রদ্ধায়, ভালোবাসায় মায়ের আসনে
নারী আছে ভাইয়ের আদর শাসনে
নারী আছে বাবার স্নেহের লাল গালিচায়
নারী আছে স্বামীর ভালোবাসায়, হৃদয় মন্দিরে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.