মো: আবু হানিফ, পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া পৌর সদরের মরুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় রিপন (৪৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত রিপন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার উপজেলার রাজগতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। আহতরা হলেন একই এলাকার রফিকের ছেলে আ: মমিন ও আব্দুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫) স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ৭:০০ টার দিকে মোটরসাইকেলে করে গাজীপুর হতে নান্দাইল যাচ্ছিলেন দাদীর জানাযা পড়তে রিপনসহ আরো দুইজন। পথিমধ্যে পাকুন্দিয়া পৌরসদরের মরুরা এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ হতে ছেড়ে আসা মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার পেছনে থাকা দুই আরোহী।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার এস,আই আসাদ জানান, ঘাতক পণ্যবাহী ট্রাকটি পালিয়ে যায় এবং মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে,এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.