ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক মো: শাহিনুর রহমান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার কার্যের বিরুদ্ধে কতিপয় ব্যক্তি জড়িত থাকায় সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেছে।বিজ্ঞ বিচারক মোঃ বজলুর রহমান এর আদালতে।
আসামিগণের বিরুদ্ধে সমনজারি আদেশ করা হয়েছে।
গতকাল ২০ শে মার্চ বুধবার বেলা চারটায় এই মামলার দায়ের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ সাইবার ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ সহকারী মোঃ আব্দুল মালেক।
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ৪টি ধারায় বাদী যুবলীগ আহবায়ক শাহিনুর এ মামলাটি দায়ের করেন।
এ মামলায় অভিযুক্ত গণ হলেন নগরের ১৭নং ওয়ার্ডের আকুয়া মরলপাড়া এলাকাধীন আজহারুল ইসলাম স্বপন (৪৫), আনোয়ার হোসেন আনু (৪৬) এবং আনিছুর রহমান আনিছ (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত প্রায় ৬ বছর পূর্বে একজন পুলিশ কর্মকর্তার সাথে মোবাইল ফোনে বাদির কথোপকথন হয়। যা পরবর্তীতে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ ঘটনার বিস্তারিত জেনে আপোষ-মিমাংসা করে দেয়। কিন্তু সম্প্রতি আসামিরা ওই মিমাংসিত বিষয়টিকে ইস্যু করে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টির জন্য উদ্দেশ্যমূলক ভাবে ওই কথোপকথনটি কাটছাট করে সোস্যাল মিডিয়ায় অপপ্রচার করছে।
একটি মহলের ইন্দনে আসামিরা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে মামলার বাদী শাহিনুর রহমান দাবি করেন।শাহিনুর রহমান আরো জানান, ঘটনাটি বিভ্রান্তকর। আমি এ ঘটনাটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ময়মনসিংহ বারের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহজাহান কবি সাজু পক্ষে মামলাটি পরিচালনা করছেন।