নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোবাদিয়া রবিদাস পাড়া শশ্মান ঘাটটি জোরপূর্বক মাটি ভরাট করে নিয়েছে।
মাটি ভরাট করে বাড়ি করার জন্য স্থানীয় প্রভাবশালী বাবুল মিয়া ও নজরুল ঠাকুর গংরা তোরজোর শুরু করেছে ।
থানায় দাখিলকৃত অভিযোগ ও সরজমিনে ঘুরে জানা যায়, অনেক পুরনো কোবাদিয়া রবিদাস পাড়া শশ্মান ঘাটটি জোর করে দখল নিয়ে মাটি ভরাট করেছে পাইকপাড়া এলাকার বাবুল মিয়া, নজরুল ঠাকুর, সাইকুল ঠাকুর, খাইরুল ঠাকুর, নজরুল ঠাকুর, রফিকুল ঠাকুর, রুবেল ঠাকুর, কাজল আক্তার, রেখা আক্তার, হ্যাপী আক্তার।
গত শুক্রবার (১৫ মার্চ) সকালে ভেকু দিয়ে শশ্মান ঘাটটি মাটি ভরাট করে দখল করে নেয়।
এবিষয়ে প্রতিবাদ করলে টিমল রবিদাস এর পরিবারের উপর বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে দখলকারীরা।
উক্ত ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
যে কোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা না হওয়ার হওয়ায় তাড়াইল থানার টিমল রবিদাস বাদী হয়ে দশ জনকে আসামি করে একটি অভিযোগ দ্বায়ের করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো: মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা আইনগত ব্যবস্থা নেব।