ভ্রাম্যমান প্রতিনিধি: আতাউর রহমান বাচ্চু।
নান্দাইল থানা মুশুল্লী ইউনিয়ন তারঘাট বাজার ঈদগাহ মাঠে অদ্য ১৭ মার্চ রবিবার উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুশুল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল লতিফ মাস্টার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল থানা ওসি আব্দুল মজিদ সাহেব। সঞ্চালক হিসেবে ছিলেন মুশুল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান রিপন। আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের শান্তিশৃঙ্খলার স্বার্থে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নেতারা বক্তৃতায় তুলে ধরেন। বিশেষ করে কৃষকের গরু চুরি , মাদক, জুয়া রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ওসি আব্দুল মজিদ সাহেবকে অনুরোধ জানান।
ওসি আব্দুল মজিদ সাহেব বক্তব্যে বলেছেন কৃষকের গরু চুরি রোধে টহল পুলিশ আরো জোরদার করা হবে। তিনি আরো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মাদক, জুয়া কোন আপোষ নেই জিরো টলারেন্স।
চুরি, মাদক, জুয়া, কৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
বিট পুলিশ অফিসারকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.