ভ্রাম্যমান প্রতিনিধি: আতাউর রহমান বাচ্চু।
ময়মনসিংহ জেলার উপজেলা নান্দাইলে প্রতিপক্ষের লোকদের হাতে এক যুবক খুন হয়েছে। জানাযায়,উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি ছাড়িয়া গ্রামের মৃত আব্দুল হেকিম উরফে মন্নানের পরিবারের লোকদের সাথে একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পরিবারের লোকদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ লেগে আসছিল। এরি জেরে বুধবার ১৩ মার্চ দুপুর ২টার দিকে মৃত আব্দুল জব্বারের পুত্র আবুল ইসলাম ও আঃ জলিলের পুত্র খলিল মিয়া তাদের সঙ্গীয় লোকদের নিয়ে এনামুল হক (৩৫) ও ফারুক মিয়া ( ৪০)দের উপর হামলা চালায়। হামলায় এনামূল হক ও ফারুক মিয়া গুরতরভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামূলকে মৃত ঘোষণা করেন এবং ফারুকের অবস্থা আশংখাজনক দেখে তাৎক্ষনিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটটনাস্থলে পুলিশ মোতায়েন থেকে পরিস্থিতি শান্ত করেন। নান্দাইল মডেল থানার পুলিশ খুনের প্রধান আসামি আবুল ইসলামকে গ্রেফতার করিয়াছেন বলে থানা সূত্রে জানাযায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.