ভ্রাম্যমান প্রতিনিধি: আতাউর রহমান বাচ্চু
নান্দাইল উপজেলা মুশুল্লী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩৪ চাউল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১২ মার্চ মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলা প্রশাসন গোপন সূত্রে সংবাদ পেয়ে মুশুল্লী ইউনিয়নের মেরেঙ্গা পুরাতন বাজারে দবির উদ্দিন ভূঁইয়া নিজস্ব মার্কেটে তালাবদ্ধ একটি ঘর থেকে ১৩৪ বস্তা সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউল উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লা মির্জা বাদী হয়ে ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
মামলার আসামি ১নং ডিলার দবির উদ্দিন ভূঁইয়া, ২নং মাজাহারুল ইসলাম মাজা, ৩নং জাকির হোসেন, ৪নং মোঃ রোখতন, ৫নং মাসুদ মিয়া, ৬নং স্বপন উল্লেখসহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জনের নামে এজাহার দায়ের করেন। নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন সরকারি ১৩৪ বস্তা চাউল জব্দ করা হয়েছে । এই বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক গ্রেফতারের চেষ্টা চলছে।