আবু হানিফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদি এলাকায় পাবদা খালের উপর নির্মিত পুরাতন সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলজিইডি থেকে ইতিমধ্যে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে সাইনবোর্ড সাঁটানো হয়েছে। ওই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এ ছাড়াও ওই এলাকার আশপাশের ৪-৫টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ঝুঁকিপূর্ণ সেতুটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার হোসেন্দী-আলমদী-মঠখোলা সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কটির মোল্লাদি এলাকায় পাবদা খালের উপর নির্মিত এ সেতু দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচল করে থাকে। এ ছাড়াও সড়কটি দিয়ে হোসেন্দী, আলমদী, সালুয়াদী, মোল্লাদি ও বুরুদিয়া এলাকার শত শত মানুষ যাতায়াত করে থাকেন। কয়েক যুগ আগে খালের উপর সেতুটি নির্মিত হলেও এখন অনেকটাই চলাচলের অনুপযোগী। সেতুটির দুই পাশের সংযোগস্থল ফাঁক হয়ে যাওয়ার পাশাপাশি উপরের একপাশের রেলিং ভেঙে গেছে। কয়েক মাস ধরে সেতুটির মাঝখানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।দিনদিনই বড় হচ্ছে গর্ত। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। সরজমিন গিয়ে দেখা গেছে, প্রায় ৫০ বছর আগে নির্মিত সেতুটির নিচের অংশের সংযোগস্থল কিছুটা ফাঁক হয়ে গেছে। ২৬ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটির উপরের এক পাশের রেলিং ভেঙে পড়েছে। সেতুটির মাঝখানে গোলাকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। সেতুটির একপাশে এলজিইডি থেকে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সেতুটির একপাশের রেলিং ভেঙে যাওয়ার পাশাপাশি মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সেতুটি দ্রুত সংস্কার কিংবা নতুন করে নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল বলেন, ‘সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির ওই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছি’। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ভারী যানবাহন চলাচল করতে নিষেধ করা হয়েছে। জনসচেতনায় সেতুটির পাশে একটি সাইন বোর্ড লাগানো হয়েছে। সেতুটি পুনঃনির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হয়ে এলে নির্মাণ কাজ শুরু হবে। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।’
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.