নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া চোর সিন্ডিকেটের আক্রমণে মৃত্যুশয্যা আইনজীবীর সহকারী মতিউর রহমান মতি।
জানা যায়, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার - শৈলজানী এলাকার তাহের উদ্দিনের ছেলে মতিউর রহমান মতি মিয়ার উপর চিহ্নিত চোর সিন্ডিকেটের হোতা মোঃ রমজান আলী (৫৫), পিতা- মৃত অদ্ভুমদ্দিন, মোঃ জামাল উদ্দিন (২৬), পিতা- মোঃ রমজান আলী, মোঃ জামাল মিয়া (৪০), পিতা- মৃত আছুমদ্দিন, ৪. মোঃ জয়তুর মিয়া (২২), পিতা- মোঃ জলিল মিয়া. মোছাঃ মাজেদা খাতুন (২২), পিতা- মোঃ রমজান মিয়া, গত ১১/০৩/২০২৪ ইং, রোজ সোমবার, রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় মতিউর রহমান মতির উপর পূর্ব পরিকল্পিতভাবে, খুন জখমের একই উদ্দেশ্যে রামদা, লাঠি, লোহার রড, হকিস্টিক ইত্যাদি মারাত্মক অস্ত্রাদি নিয়ে আক্রমণ করে। এতে তিনি মারাত্মক ভাবে আহত হয়। আহত মতিকে এলাকাবাসী এসে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।
উল্লেখ্য যে, ঘটনার ১৫ দিন পূর্বে মতি মিয়ার একটি ০৪ ঘোড়া চায়না সেলু মেশিন চুরি হয়। এ বিষয়ে আশেপাশে খোঁজ-খবর নেওয়ার একপর্যায়ে পুলেরঘাট বাজারস্থ নিটল টাটার পার্শ্বে বাংলা বাজার একটি ভাঙ্গারীর দোকানে চোরাই সেলু মেশিনটি পাওয়া যায় ও সনাক্ত করতঃ দোকান মালিককে জিজ্ঞাসা করিলে সে জানায় যে, উক্ত সেলু মেশিনটি মোঃ জয়তুর মিয়ার নিকট হইতে ক্রয় করিয়াছে। পরবর্তীতে জয়তুর মিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করিলে সে ক্ষিপ্ত হইয়া উঠে এবং মতি মিয়াকে খুন জখমের ভয়ভীতি দেখাইয়া তাড়াইয়া দেয়।
এবং ১১ মার্চ আক্রমণ করে তাকে হত্যার চেষ্টা করে। আহত মতির স্ত্রী পান্না বলেন,তার স্বামী কিশোরগঞ্জ জজকোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।
অন্যদিকে চোরি ও মাদক ব্যবসায়ীরা তার স্বামীকে হত্যা করার জন্য আক্রমণ করেছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার, তোফিকের সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
উপরোক্ত ঘটনায় পাকুন্দিয়া থানায় ভিকটিমের স্ত্রী মোছাঃ পান্না আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর পাকুন্দিয়া থানার এস আই জামিল ঘটনারস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.