হুমায়ুন রশিদ জুয়েল
"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো
স্মার্ট সোনার বাংলা গড়বো "
এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা তাড়াইল কিশোরগঞ্জের আয়োজনে উপজেলার প্রাঙ্গণে আলোচনা সভা ও আগুন নেভানোর ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এতে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ভূঞা শাহিন, উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা ভূমি অফিস কর্মকর্তা মাস্তুরা আমেনা উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব আরও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন সহ ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ।
উক্ত আলোচনা সভায় উপজেলার চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঞা শাহিন বলেন, দুর্যোগ মোকাবেলা ক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মীবৃন্দদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে প্রত্যেকের কাছে তাদের মোবাইল নাম্বার রাখা প্রয়োজন যাতে তারা খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারেন। উপজেলা
ভূমি অফিস কর্মকর্তা মাসতুরা আমেনা বলেন, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি থাকা দরকার এবং সেই ক্ষেত্রে আমাদের সচেতনতাই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নচেৎ বিপর্যয় হওয়ার সম্ভাবনা থাকে।
এক্ষেত্রে সকল ফায়ার সার্ভিস কর্মীদের সেপ্টিং সরঞ্জাম ব্যবস্থা রাখতে হবে এবং সার্বক্ষণিক ভাবে তৎপর থাকতে হবে।
তিনি আরও বলেন আমাদের সকলের সচেতনতাই দুর্যোগ মোকাবেলায় করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.