নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই শিশুকে নিয়ে পত্রিকাটির ১৫ বছরে পদার্পনের কেক কাটেন কিশোরগঞ্জ-২
(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।
কেক কাটার আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সভাপতি ও
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ
সম্পাদক মু. আ. লতিফ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবুল কাশেম, জেলা
সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমী ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.
কে. নাছিম খান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
সাইফউদ্দীন আহমেদ লেনিন। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ
ব্রজেন্দ্র দেবনাথ, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এমরান
আলী ভূঁইয়া, ঈশাখাঁ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক
বদরুল হুদা সোহেল, বিশিষ্ট ছড়াকার হারুন আল রশিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ভিপি ফরিদ উদ্দিন, কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সভাপতি আলমগীর কবীর, বিডি চ্যানেল টুয়েন্টিফোর এর সম্পাদক আহমাদ ফরিদ, জিটিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী, একাত্তর টিভি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আবু তাহের, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, মাছরাঙা টিভির জেলা
প্রতিনিধি বিজয় রায় খোকা, যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির আহ্বায়ক
রেজাউল হাবিব রেজা প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তৌফিকুল হাসান সাগর,
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, বিভিন্ন
রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক টিভি ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি
রাকিবুল হাসান রোকেল।