মোস্তফা শাওন
কিশোরগঞ্জে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধির নিজস্ব অফিস কালীবাড়ি মোড়ে সকাল ১১টার দিকে আলোচনার শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান। দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সুবীর বসাক,
দৈনিক আজকের সংবাদ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কাঞ্চন শিকদার,
দৈনিক ঢাকার ডাক পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা শাওন,
কালবেলার জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মোঃ আব্দুল রহমান ভূঁইয়া বাবুল, মোঃ রুহুল আমিন আসরাফী,
কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের সদস্য ঝুমা চক্রবর্তী, ব্যবসায়ী নাদিরা বেগম, ব্যসায়ী রুম্পা খানম,কন্ঠ শিল্পী স্মরনীকা চক্রবর্তী, নমিতা দেবনাথ, কন্ঠ শিল্পী পূজা ঘুষ,
প্রধান অতিথির বক্তব্যে বলেন
মুক্তিযুদ্ধের চেতনা, সততার শক্তি, বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীলতার প্রতীক দৈনিক দেশ রূপান্তর পূরণ করল সফলতার পাঁচ বছর। পাঁচ পূরণের দিনে দেশ রূপান্তর কিশোরগঞ্জ প্রতিনিধি
হিসেবে কাজ করায় শহিদুল ইসলাম পলাশ কে শুভেচ্ছা ও অভিনন্দন, সেই সাথে সকল সাংবাদিক দের কে সত্য সংবাদ প্রকাশ করার জন্য আহ্বান করেছেন তিনি।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম পলাশ,সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন,পাঁচটি বছর সংগ্রাম করে সততার সঙ্গে এবং গর্বের সঙ্গে কাজ করে নিজেকে গর্বিত মনে করছি।আমাদের স্বচ্ছতা নিয়ে পাঁচ বছরে কোনো মহল থেকে কোনো প্রশ্ন আসেনি, এটি বিশাল এক অর্জন। সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাই এবং আশা প্রকাশ করি এ অর্জন আমি ধরে রাখব।
পরে উপস্থিতি সকলের মাঝে মিষ্ট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.