পাকুন্দিয়া প্রতিনিধি;-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলা সুখিয়া ইউনিয়নের কুড়েরপাড়ে এ ঘটনা ঘটে। এতে পাকুন্দিয়া ফায়ারসার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভোক্তভোগীদের।
জানা যায়, স্থানীয় শরিফ গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো হাজী চান মিয়ার সাথে। এ নিয়ে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
হাজী চান মিয়া বলেন, ‘শুক্রবারের দিনের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তারই ছোটভাই বকুলের দোকানে আগুন লাগিয়ে দেয় স্থানীয় শরিফ,গং’।
এ বিষয়ে অভিযুক্ত শরিফ গংদের কাউকে এলাকায় পাওয়া যায়নি।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মুজিবুর রহমান জানিয়েছেন, কুড়েরপাড়ের এই দোকান পোড়ার ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.