মোহাম্মদ খলিলুর রহমান
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ২০২৪ উপলক্ষে রলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২ মার্চ) সকাল ১০ টার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যাপলি অনুষ্ঠিত হয়। র্যাললিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যা লি পরবর্তী সকাল সাড়ে ১০ টার এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী সভাপতিত্বে ভোটার দিবস উপলক্ষে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন ।
জাতীয় ভোটার দিবসে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাজমুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম,সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়া, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২ মার্চ দিবসটি পালন করা হচ্ছে। ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একজন নাগরিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। প্রতিটি নাগরিকের দায়িত্ব ১৮ বছর হওয়ার সাথে ভোটার হওয়া। এ ক্ষেত্রে প্রবাসীদের বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ভোটাধিকারেই শুধু নয় দেশে যে কোন আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে কার্যালয়ে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাচন অফিস সহকারী মো: হানিফ মিয়া ।