মোঃ শামছুল হক, স্টাফ রিপোটারঃ কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হোসেনপুর পৌর মেয়ের আবদুল কাইয়ুম খোকন।
২৭ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক দুই বছর মেয়াদের জন্য হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষে বুধবার সকালে বিদ্যালয় হল রুমে এক বরন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃকপক্ষ।
ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো:রহমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র মো:আব্দুল কাইয়ুম খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ফরহাদ ।