স্টাফ রিপোর্টার ঃ
অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরুপ মোট ৪০০ পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন। এর মধ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ কিশোরগঞ্জ সদর থানার ওসি গোলাম মোস্তফা ও পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু পুলিশ পদক পাচ্ছেন।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এবারের পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। পুলিশ সপ্তাহের প্রথমদিনের কর্মসূচিতে প্যারেডে সালাম গ্রহণের পর নিজ হাতে কর্মকর্তাদের পদকে ভূষিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে পদক প্রাপ্ত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে।
২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যদের এ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
এতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা) পাচ্ছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, কিশোরগঞ্জ সদর থানার ওসি গোলাম মোস্তফা (পিপিএম) ও পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা)।
জানা গেছে, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ সারাদেশে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ৩৫ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ৬০ জন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হবে।
এবার সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন।
পুলিশ সপ্তাহের প্রথমদিনেই পদক প্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেওয়া হবে। এই পদক পুলিশের চাকুরিতে খুবই সম্মানজনক। পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)। এরপরই প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)। এই দুই পদকে যারা ভূষিত হোন তারা এককালীন অর্থ ও প্রতি মাসে ভাতা পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য মনোনীত হয়েছেন। তিনি এখন ঢাকার রাজারবাগে আছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.