নিজস্ব সংবাদদাতা:
কিশোরগঞ্জে ডাক বিভাগের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪/০২/২০২৪ তারিখে কিশোরগঞ্জ ডাক বিভাগের প্রায় ২০০শত সহকর্মীসহ তাদের পরিবারের প্রায় ৬০০ শত জন সদস্য নিয়ে উবাই পার্কে এ পারিবারিক মিলন মেলা করা হয়।
মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার মোঃ ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেরিন ইঞ্জিয়ার মোঃ মোস্তফা, দিনাজপুর পোস্টাল বিভাগের ডিপিএমজি মুহাম্মদ মোজাম্মেল হক, সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার সুদীপ ঘোষ, কেন্দ্রীয় সার্কেলের সহকারী পোস্টমাস্টার জেনারেল শুভ্র সূত্রধর, কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার তাহমিনা মমতাজ ও ময়মনসিংহ পোস্টাল বিভাগের সুপার রিপন রায়।
পারিবারিক মিলনমেলার অনুষ্ঠানটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাজানো হয়। রেজিস্ট্রেশন ও সকলের নাস্তা শেষে সকালে কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার তাহমিনা মমতাজ এবং কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের মিসেস ডিপিএমজি রাশিদা ইয়াসমিন এর উপস্থিতিতে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো: সাহেদুজ্জামান সরকার কর্তৃক
আনুষ্ঠানিক শুভ উদ্ভোধনের মাধ্যমে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠানটি শুরু হয়।
দিনের শুরুতেই উবাই পার্কের সবুজ গালিচার মাঠে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বাচ্চাদের আকর্ষণীয় চকলেট দৌড় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা; ছেলেদের মোরগ লড়াই; মেয়েদের মার্বেলসহ চামচ দৌড় ও স্মৃতি পরীক্ষা; রানার, প্যাকার, পোস্টম্যানসহ সকল চতুর্থ শ্রেনী কর্মীদের আকর্ষণীয় বস্তা দৌড় ও মোরগ লড়াই; ডেপুটি পোস্টমাস্টার, পোস্টঅফিস পরিদর্শক, উপজেলা/সহকারী পোস্টমাস্টার, পোস্টাল অপারেটর, ইডিএ ও উদ্যোক্তাগণের ঝুড়িতে বল নিক্ষেপ এবং ডাক সহকর্মীগণের স্ত্রীদের টানটান উত্তেজনাপূর্ণ সুই-সুতা (সুইয়ে সুতা ফোঁড়ানো) খেলাসহ মহিলাদের চিরায়ত বালিশবদল খেলায় সবার সক্রিয় অংশগ্রহণে মিলনমেলাটি পরিপূর্ণতা লাভ করে। সহকর্মীগণের ছেলে-মেয়েরা অনুষ্ঠানের মঞ্চে ছড়া, কবিতা আবৃত্তি, গান, হামদ-নাথ, গজল ও কোরআন তিলাওয়াতে অংশগ্রহণ করে। উবাই পার্কের বিভিন্ন মজার রাইড ও সৌন্দর্য উপভোগের মাধ্যমে হেসে খেলে মিলনমেলায় আগত ছোট বড় সকলের দিনটি আনন্দে কেটে যায়। মধ্যাহ্নভোজের পর কর্মকর্তাগণের আকর্ষণীয় হাড়িভাঙ্গা খেলাসহ হাস্যরসাত্মক ফানবক্স খেলায় সবার সক্রিয় অংশগ্রহণে পারিবারিক মিলন মেলাটি ভিন্নরূপ লাভ করে এবং পারস্পরিক চেনা জানার সুযোগ সৃষ্টি হয়। সহকর্মীগণের পরিবারের অংশগ্রহণ বিশেষ করে বেশ কিছু সহকর্মীগণের বয়স্ক মায়েদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ অনুষ্ঠানের সার্থকতা ফুটিয়ে তুলে। প্রাক্তন ডিপিএমজিগণসহ অবসর ভোগরত বেশ কয়েকজন কর্মচারী অংশগ্রহণ করায় অনেকদিন পর পুরোনো দিনের সহকর্মীগণের দেখা পেয়ে কর্মকর্তা কর্মচারীগণের মাঝে এক আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। অপরাহ্ণে প্রধান অতিথি মোঃ ফরিদ আহমেদ, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সহকর্মীদের স্ত্রীগণের মাঝে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেন। অতঃপর আকর্ষণীয় র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মধ্যে মোট ৩০ টি পুরস্কার বিতরণ করা হয়। র্যাফেল ড্র এর প্রথম পুরস্কারটি পেয়েছেন কাটখাল শাখা ডাকঘরের ইডিডিএ এর স্ত্রী জনাব মোছাঃ রোজি আক্তার।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.