মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লুলেস মামলা তদন্ত করে সাফল্য অর্জন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ পরিদর্শক আবুল কাশেম হারিছকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা পদক ও সম্মানসূচক ব্যাজ পরিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবুল কাশেম হারিছ কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামে মৃত সোনাম উদ্দিনের কৃতি সন্তান।
তিনি দীর্ঘ চাকুরী জীবনে আর. আর. এফ রাজশাহী, মাগুরা জেলা, নেত্রকোনা জেলা, নরসিংদী জেলা, ডিএমপি, এসবি ঢাকা, সিআইডি সদর দপ্তর, ঝিনাইদহ, ব্রাহ্মনবাড়ীয়া, কুমিল্লা, সাতক্ষীরা ও বর্তমানে ফেনী জেলায় কর্মরত থাকিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লুলেস মামলা তদন্ত করে সাফল্য অর্জন করায় রাষ্টপতরি পুলশি পদক (পিপিএম সেবা) প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।