কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে বন্ধু দের নিয়ে মত বিনিময় সভা করেছে ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী জুবায়ের আলম রাজীব ।
শনিবার বিকাল তিনটায় কিশোরগঞ্জ গুরুদয়াল মুক্ত মঞ্চে এই প্রস্তুতি সভার আয়োজন করেছে।
উক্ত প্রস্তুতি সভায় রেজাউল হাসানাদ নাহিদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত জুবায়ের আলম রাজিবের বন্ধু মহল।
মত বিনিময় সভায় বক্তব্যে জুবায়ের আলম রাজীব এর বন্ধুরা বলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ও পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক, ছিল রাজীব তা ছাড়াও সামনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পাত্রী হয়ে সিভি জমা দিয়েছিলেন, সে স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। সামাজিকভাবে খুব পরিচিত মুখ ও দক্ষ নেতা, কিশোরগঞ্জ সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও এলাকাতে তার সুনাম ছড়িয়ে আছে তাই আমরা চাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করুক।
জুবায়ের আলমরা রাজীব বক্তব্য বলেন আমি প্রাথমিকভাবে আমার বন্ধুদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছি আমি যখন বন্ধুদের সাড়া পেয়েছি, পরবর্তীতে উপজেলা সিনিয়র নেতা-কর্মী সহ সকলকে নিয়ে আলোচনা করে নির্বাচনে প্রস্তুতি নিবো।
এবার চার ধাপে উপজেলা পরিষদ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথমটি হবে আগামী ৪ মে।
এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।
দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুন মাসে।