নূরুন্নাহার
শবে বরাত রাতটা এলো
মুসলমানদের দ্বারে,
জানি না সেই রাতে মালিক
নিবেন কেড়ে কারে।
দাও গো মালিক সুযোগ মোদের
তুলি এই দুটি হাত,
চাইতে পারি তোমার কাছে
সন্ধ্যা থেকে ঐ প্রাত।
একটা বছর ঘুরে আবার
শবে বরাত এলো,
এক বছরে আপন পরে
কতো মানুষ গেলো।
চোখ থেকে ঘুম কেড়ে নিও
আজকে রাতের তরে,
কিছু যেনো চাইতে পারি
মোরা তোমার ঘরে।
বারে বারে আসুক ফিরে
পবিত্র এই দিনটা,
মুমিন হলে দিও প্রভু
মোদের মরণ ঘন্টা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.