আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি : বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় গ্লোরী টেক্স এন্ড এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শনিবার (২৪শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার পৌর সদর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা বিক্ষোভ করে তারা। এসময় শ্রমিকরা জানায়, কারখানার কর্তৃপক্ষ গেলো মাসের বকেয়া বেতন পরিশোধ না করলে তারা মহাসড়কে অবরোধ শুরু করে। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।