প্রেস রিলিজ
র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা হইতে ১৮ (আঠার) কেজি ৩০০(তিনশত) গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভবানিপুর পশ্চিমপাড়া সাকিনস্থ বাচ্চু তালুকদার(৫৪), পিতা-সৈয়দ মিয়া এর বসত বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্যের সত্যতা যাচাই এবং উক্ত মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য গত ১৯/০২/২০২৪খ্রি. ২১.১৫ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভবানিপুর পশ্চিমপাড়া সাকিনস্থ বাচ্চু তালুকদার, পিতা-সৈয়দ মিয়া এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ১৮(আঠার) কেজি ৩০০(তিনশত) গ্রাম গাঁজা, ০১টি মোবাইল সহ মাদক ব্যবসায়ী মিষ্টু মিয়া(৪৩), পিতা-মফিজ উদ্দিন, সাং-ভবানিপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।