আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অসহায় ৪ জন শারীরিক প্রতিবন্ধীদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাদের হাতে হুইলচেয়ার তুলে দেন।রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উত্তর টাঙ্গাইলের সুনামধন্য পরিবার কুড়ালিয়া বড়বাড়ীর কৃতি সন্তান ও সামাজিক সংগঠন “মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ”এর উপদেষ্টা মানবতার ফেরিওয়ালা মাহফুজুল আজম রোমেল এর ব্যবস্থাপনায় এবং গ্রুপের উদ্যোগে ৪টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে মধুপুর উপজেলার সহকারী কমিশন (ভুমি) জাকির হোসাইন, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম আব্দুল্লাহ আল-মামুন, মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের সিনিয়র এডমিন ইশতিয়াক আহাম্মেদ সজিব, আলহাজ্ব উদ্দীন এবং গ্রুপের মডারেটর, খালেকুজ্জামান মানিক, খন্দকার বদিউজ্জামান বুলবুল, নবদিগন্ত ব্লাড গ্রুপের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর, মধুবন কমিউনিটি সেন্টারের ম্যানেজার তুহিন আহমেদ প্রমুখ উপস্থিত হয়ে হুইলচেয়ার বিতরণ করেন।
এসময় আউশনারা গ্রামের নজরুল ইসলামের ছেলে (সেরিব্রাল পালসি) প্রতিবন্ধী জনি, বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া গ্রামের সোহেল খানের ছেলে শারীরিক প্রতিবন্ধী নিজাম খান, মধুপুর পৌরসভার টেংরী এলাকার শহীন আলমের ছেলে সোহান ও কুড়ালিয়া ইউনিয়নের জয়নাতলী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে প্রতিবন্ধী উমর ফারুক (হাত পা অবস) কে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.