সরকার অরুণ যদু,কুড়িগ্রাম প্রতিনিধি।।
রাজারহাট উপজেলার শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উপজেলা সভাপতি প্রভাত চন্দ্র বর্মণের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সোমবার সকালে তার নিজ বসত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের মৃত বিষাদু বর্মণের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উক্ত প্রধান শিক্ষক সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য সকল প্রস্ততি সম্পন্ন করেন। এ অবস্থায় আকস্মিকভাবে পরিবারের অন্যান্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখোজির একপর্যায়ে পরিবারের লোকজন বসত বাড়ির গোয়াল ঘরের ভিতর তীরের সাথে রশিতে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় চিৎকার-চেচামেচি শুনে এলাকাবাসী উপস্থিত হয়ে দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর একাধিক সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে চতুর্থ শ্রেণীর চারটি শুন্যপদে নিয়োগের পূর্ব প্রস্তুতি চলছিল। প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ সম্প্রতি জমি ক্রয়ের কারণে ঋণগ্রস্থ ছিলেন। এছাড়া কিছু বিষয় নিয়ে পরিবারের সাথে বিবাদের জের ধরে হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্বহত্যা করতে পারেন।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাঃ আয়েশা বেগম বলেন,প্রাথমিক পর্যায়ে গলায় রশির দাগ ও নমূনা দেখে তিনি আত্বহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,হতাশাগ্রস্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.