মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ডেভেলপমেন্ট ফর সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকার সময় কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ডেভেলপমেন্ট ফর সোসাইটির কার্যালয়ে সভানেএী শাহানাজ পারভীনের সভাপতিত্বে উক্ত সংগঠনের চেয়ারম্যান এস, এম নজরুল ইসলামের সঞ্চালনায় পৌর এলাকার অসহায়, দুস্থ প্রায় ৫০ টিরও বেশি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, কটিয়াদী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হাসান উজ্জল প্রমুখ। অন্যান্যদের মাঝে কামারকোনা যুব কল্যান সমিতির সাধারন সম্পাদক মেহেদী হাসান, কটিয়াদী পৌরসভার টিকাদানকারী হারুন অর রশিদ আলী, এছাড়া ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ সময় বক্তাগন বলেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ডেভেলপমেন্ট ফর সোসাইটি প্রতি বছর সমাজের অবহেলিত দুস্থ, অসহায় গরীব মানুষদের মাঝে সাধ্যমত ক্ষুদ্র প্রযাসে কিছুসংখ্যক মানুষকে কম্বল দিয়ে সহযোগিতা করে আসছে। তাদের উদ্দ্যােগ সমাজে প্রশংসনীয়।