নিজস্ব প্রতিনিধিঃ
সাহস ও বস্তুনিষ্ঠতার সাথে দৈনিক মানবজমিন সংবাদ পরিবেশন করে যাচ্ছে। দেশ ও গণতন্ত্রের পক্ষে মানবজমিনের এ পথচলা সাংবাদিকতার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।’ দৈনিক মানবজমিনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে কিশোরগঞ্জে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা শহরের গৌরাঙ্গবাজারে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে মানবজমিনের পাঠক সংগঠন পাঠকজমিন কিশোরগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। পাঠকজমিন কিশোরগঞ্জের আহ্বায়ক আবদুর রহমান রুমীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক মু আ লতিফ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ও এটিএম নিজাম, বিআরডিবি’র সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, উদীচী শিল্পীগোষ্ঠী ও নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা, ডেন্টাল সার্জন ডা. ফারুক আহমেদ এবং ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল।
দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক এডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাইফউদ্দিন আহমেদ লেনিন, সাইফুল মালেক চৌধুরী, নূর মোহাম্মদ, শফিক আদনান, আবু তাহের, বিজয় রায় খোকা, আহমাদ ফরিদ, মাজহার মান্না,সংবাদপত্র এজেন্ট পত্রিকা ঘর এর স্বত্ত্বাধিকারী এম এ সাদেক মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা নূরুল হক, অধ্যাপক ফরিদ আহাম্মদ, কটিয়াদী সমিতির উপদেষ্টা একেএম শরাফ উদ্দিন খান রায়হান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান মোমেন, হাওর টাইমস সম্পাদক দৈনিক স্বাধীনমত 'র জেলা প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, সংবাদপত্র এজেন্ট মাজহারুল হক, গাজী টিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঞা রিপন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল আলম, চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যায়যায়দিন এর জেলা প্রতিনিধি আশরাফ আলী, বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক কবীর, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, আমার সংবাদ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, আজকের বিজনেস বাংলাদেশের নিজস্ব প্রতিনিধি আতা মোহাম্মদ উবায়েদ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এস কে রাসেল, কালবেলার জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, সাংবাদিক জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, ঢাকার ডাকের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, দৈনিক আমার বাংলাদেশ এর নিউজরুম এডিটর মো. মনির হোসেন প্রমুখ ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে উপস্থিত সুধীজন ও অতিথিদের সাথে নিয়ে প্রধান অতিথি পৌরমেয়র মাহমুদ পারভেজ মানবজমিন এর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.