তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
হোসেনপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগতা ২০২৪খ্রী:, সিদলা ইউনিয়নের ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে উপজেলা পরিষদ হল রুমে ছবি তোলাকে কেন্দ্র করে (১৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে কিশোরগং এর বখাটেরা ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর সাথে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার বিবরণ শুনেছেন।
আহত শিক্ষার্থীর নাম মো. কায়সার শেখ। সে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র আব্দুল কাদির ও পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আক্তার দম্পতির ছেলে।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.