আফরোজা আক্তার জবা ভালুকা
প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে গোয়াল ঘরের তালা ভেঙে এক ব্যক্তির ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরচক্র । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী বসুভিটা এলাকায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনায় মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী আমতলী বসুভিটা এলাকার আশ্রব আলী কুমারের ছেলে আবুল বাশার প্রতিদিনকার মতো মঙ্গলবার বিকেলে তিনটি গাই গরু, দু’টি ষাঁড় ও একটি বকনা গরু গোয়াল ঘরে রেখে তালা লাগিয়ে ঘুমাতে যান। শেষ রাতে ঘুম থেকে উঠে দেখেন একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল গোয়াল ঘরের তালা ভেঙে সবগুলো গরু চুরি করে নিয়ে গেছে।
ভালুকা মডেল থানার এসআই ছামিউল জানান, গরু চুরির ঘটনায় অভিযোগ দায়ের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.